Thursday, August 10

কানাইঘাটে প্রাইভেট হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের সিভিল সার্জন ! ডাক্তারদের সঠিক দায়িত্ব পালন করতে হবে


নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কানাইঘাট উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে প্রাইভেট ক্লিনিক হলি হেলথ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ আগস্ট) বাদ যোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের অগ্রগতি কামনা করে মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন- কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহতমিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী। এসময় মাদ্রাসার নায়েবে মুহতমিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরীসহ হাসপাতালের সকল পরিচালকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরবর্তী বিকেল ৩টায় হাসপাতালটির উদ্বোধন ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে রোগীদের মধ্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়। অন্যান্যদের মধ্যে ছিলেন- উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা. ফয়েজ আহমদ, সোনালী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক সেলিম আহমদ চৌধুরী, আ’লীগ নেতা রিংকু চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. আবুল হারিছ, ডা. ফয়ছল আহমদসহ পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাসপাতালের উদ্বোধনী দিনে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় হাজার খানেক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এতে বিভিন্ন বিভাগের ডাক্তারদের মধ্যে চিকিৎসা প্রদান করেন, ডা. তানভিরুল আরেফিন, ডা. মোকাদ্দেম হোসেন, ডা. রুলী মিছবাহ, ডা. সুলেমান আহমদ, ডা. সুভাংশু শেখর দে, ডা. শিবনাথ ভট্টাচার্জ, ডা. লবেন্দু মোহন পাল। হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার ঘুরে দেখে সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় সন্তোষ প্রকাশ করে বলেন- বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল চিকিৎসা সেবার আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতালে সাধারণ মানুষ যাতে করে উন্নত মানের চিকিৎসাসেবা পান এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তদারকির দায়িত্বে ছিল ব্লাড ফাইটার্স, কানাইঘাটের সদস্যরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়