Saturday, August 26

‘ওয়ান্ডার ওম্যান’ নিয়ে মন্তব্য, বিতর্কে ‘টাইটানিক’ নির্মাতা

‘ওয়ান্ডার ওম্যান’ নিয়ে মন্তব্য, বিতর্কে ‘টাইটানিক’ নির্মাতা

বিনোদন ডেস্ক: প্যাটি জেনকিনস পরিচালিত ‘ওয়ান্ডার ওম্যান’ ছবি সম্পর্কে মন্তব্য করে সমালোচিত হলেন খ্যাতিমান নির্মাতা জেমস ক্যামেরন।

হলিউডের সব অতিমানব কেন পুরুষ, সুপারম্যান আছে, সুপারওম্যান কেন নেই- এর জবাব দিতেই যেন তৈরি হয়েছে ‘ওয়ান্ডার ওম্যান’। কিন্তু গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘টাইটানিক’র নির্মাতা জেমস ক্যামেরন বলেছেন, ছবির মূল চরিত্রে অভিনেত্রী গাল গ্যাদতকে সেই আকর্ষণীয় নারী হিসেবেই উপস্থাপন করা হয়েছে। ক্যামেরন বলেন, ‘পুরুষতান্ত্রিক হলিউড সেই পুরোনো জিনিসই করে যাচ্ছে! আমি বলছি না যে ছবিটা আমার পছন্দ হয়নি। কিন্তু আমার কাছে মনে হয়, এটা পেছনে ফিরে যাওয়া।’

ক্যামেরনের এমন বক্তব্যের পর ‘ওয়ান্ডার ওম্যান’ পরিচালক প্যাটি জেনকিনস বলেছেন, ‘আমি মনে করি, নারীরা সবকিছু হতে পারে এবং তাদের হওয়া উচিত, যেমনটা প্রধান পুরুষ চরিত্রগুলো হয়। ওয়ান্ডার ওম্যান পুরো বিশ্বের নারীদের জন্য কী, এটা যে জেমস ক্যামেরন বুঝতে পারেননি, তাতে অবাক হওয়ার মতো কিছু নেই। তিনি একজন ভালো চলচ্চিত্রনির্মাতা হলেও নারী তো নন।’

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও উঠেছে ঝড়। তার বিভিন্ন ছবিতে নারীদের উপস্থাপন নিয়ে প্রশ্ন তোলে টুইটার ব্যবহারকারীরা। ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ কিংবা ‘টার্মিনেটর’ ছবিতে নারীদের কীভাবে দেখানো হয়েছে, তারই প্রমাণ উপস্থাপন করা হয়। ক্যামেরনের ভক্তরাও প্রিয় পরিচালকের মন্তব্যের সমালোচনা করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়