Friday, August 4

নর‌সিংদী‌তে পা‌নি‌তে ডু‌বে দু্ই বন্ধুর মৃত্যু

নর‌সিংদী‌তে পা‌নি‌তে ডু‌বে দু্ই বন্ধুর মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাব উপ‌জেলায় নদীর পা‌নি‌তে গোসল কর‌তে গি‌য়ে দুই বন্ধুর মৃত্যু হ‌য়ে‌ছে। নিহতরা হ‌লেন উপ‌জেলার অামলাব ইউ‌নিয়‌নের কান্দুয়া গ্রা‌মের অাবু তা‌লে‌বের ছে‌লে অালমগীর (২০) ও দ‌ক্ষিণ টেকপাড়া গ্রা‌মের র‌মিজ উ‌দ্দি‌নের ছে‌লে না‌হিদ(২১)।

অাজ শুক্রবার সকাল সা‌ড়ে ১১টার সময় উপ‌জেলার অামলাব ইউ‌নিয়‌নের কান্দুয়ার সেতুর নি‌চে ঘটনা‌টি ঘ‌টে।

‌নিহত অালমগী‌রের বড় ভাই জানায়, অাজ শুক্রবার সকা‌ল সা‌ড়ে ১১টায় তারা ছয়-সাতজন বন্ধুসহ কান্দুয়া ব্রী‌জের নি‌চে গোসল কর‌তে যায়। তারা সবাই এক সা‌থে ব্রী‌জের উপর থে‌কে নদী‌তে জাপ দেয় । এসময় তা‌দের স‌ঙ্গে থাকা অন্য বন্ধুরা ফি‌রে অাস‌লেও র‌নি এবং না‌হিদ ফি‌রে না অাসায় সবাই তা‌দের খোঁজ কর‌তে শুরু করল। অাধা ঘন্টা প‌রে না‌হি‌দের লাশ পা‌নি‌তে ভে‌সে উঠল‌ওে অালমগী‌রের লা‌শের কোন সন্ধান পাওয়া যায়‌নি। পরবর্তী ঢাকা থে‌কে ডুবু‌রি নি‌য়ে এ‌সে দুপুর ৩ টার সময় নিহত অালমগী‌রের লাশ ডুবু‌রিরা উদ্ধার ক‌রেন ব‌লে তি‌নি জানান।

‌নিহত‌দের প‌রিবা‌র জানান, নিহত অালমগীর(২০)ও না‌হিদ(২১) তারা দুইজন বাল্যবন্ধু। তারা দুইজন শিবপুর সরকা‌রি শহীদ অাসাদ ক‌লে‌জের প্রথম ব‌র্ষের ছাত্র ছি‌লেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়