Saturday, August 12

'মধুবালা' চরিত্রে কারিনা

'মধুবালা' চরিত্রে কারিনা

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতের গুণী অভিনেত্রী মধুবালার বায়োপিকে অভিনয়ের জন্য কারিনা কাপুর খানকেই পারফেক্ট মনে করছেন তার পরিবার।

তেমনটি বললেন মধুবালার ছোট বোন মাধুর। তিনি জানান, ‘ভারতীয় চলচ্চিত্র জগতের সকল শিল্পী অনেক গুণী। আর তাদের মধ্যে কারিনা কাপুর খানের সাথে মধুবালার অনেক কিছুতেই মিল রয়েছে।’

কারিনার ‘যব উই মেট’ ছবি দেখে নাকি তার মনে হয়েছে কারিনা, মধুবালাকে ফুটিয়ে তোলার জন্য একদম পারফেক্ট। বাস্তব জীবনে নাকি এমন চঞ্চল আর উচ্ছ্বল ছিলেন মধুবালা।

১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেত্রী। কিন্তু মাত্র ৩৬ বছর বয়সে শারীরিক কিছু জটিলতা নিয়ে ১৯৬৯ সালে তিনি মারা যান। বর্তমানে তার মোমের মূর্তি স্থাপন করা হচ্ছে মাদাম তুসোর দিল্লী জাদুঘরে।

ভারতীয় চলচ্চিত্র জগতে প্রায় ২০ বছর (১৯৪২-৬২) ধরে একচেটিয়া দাপুটের সাথে অভিনয় করেছেন মধুবালা। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মহল’ ‘নীলকমল’ ‘মিস্টার এন্ড মিসেস. ফিফটি ফাইভ’ ‘দুলারী’ ‘চলতি কা নাম গাড়ি’সহ আরও অনেক ছবি। তার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘মুঘল-ই-আজম’।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়