Monday, August 28

কানাইঘাটে আমরি খালের ব্রিজ না থাকায় হাজারো লোকের ভোগান্তি


আলিম উদ্দিন আলিম: কানাইঘাট উপজেলার উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি'র আমরি খালের উপর ব্রিজ না থাকায় এ অঞ্চলের হাজারো মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে এ অঞ্চলের মানুষকে। কানাইঘাট পৌর শহর থেকে কুওরঘড়ি-লক্ষীপ্রসাদ-মুলাগুল রাস্তা দিয়ে ৩টি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তায় আমরি খালের উপর ব্রিজ নিমার্ণের দাবী এলাকাবাসীর দীর্ঘদিনের। ব্রিজ না থাকার কারণে উক্ত রাস্তা দিয়ে চলাচলে জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী জানান, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এই অঞ্চলের মানুষের দুর্ভোগের দাবীর সাথে একমত পোষণ করে উক্ত আমরি খালের উপর ব্রিজ নির্মাণের ওয়াদা করে বিপুল পরিমাণ জনগোষ্টির ভোট আদায় করে নিলেও নির্বাচনের পর তারা তাদের ওয়াদা ভুলে যান। তাই আজ পর্যন্ত আমরি খালের উপর ব্রিজ নির্মাণের দাবী পুরণ হয়নি। এলাকার জনসাধারণ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা বর্ষাকালে নৌকা এবং শুকনো মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি মধ্যে এই আমরি খাল পারাপার করে থাকেন। এছাড়া আমরি খাল পার হয়ে সুরমা নদীর পশ্চিম পাড়ে কুকুবাড়ি চরে এলাকাবাসী নানা ধরনের শাক-সবজি ও ফসলের উৎপাদন করেন। এবং তাদের উৎপাদিত কৃষি পণ্য বহনসহ প্রয়োজনীয় যাতায়াতে লোকজনকে নানা প্রতিবন্ধকতার স্বীকার হতে উক্ত আমরি খালে ব্রিজ না থাকার কারণে। এতে এলাকাবাসী উপজেলার কানাইঘাট বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে শিক্ষা, কৃষি, চিকিৎসা, ব্যবসা-বানিজ্যসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এই রাস্তা দিয়ে এলাকার হাজার জনসাধারণ মুলাগুল বাজার, বাগান বাজার, আমেরতল বাজার ও আমবাড়ি বাজার, বুধবারী বাজার, কান্দলা নয়াবাজার, লোভারমূখ বাজার সহ উপজেলা সদরে যাতায়াত করে থাকেন। উক্ত আমরি খালের উপর একটি মাত্র ব্রিজের কারণে বিচ্ছিন্ন রয়েছে এই এলাকার জনসাধারণের নিরাপদ যাতায়াত। কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুশন নানকা জানান, আমাদের ইউনিয়নের জনসাধারণের একমাত্র দাবী আমরি খালের উপর ব্রিজ নির্মাণ। যে দাবীটি বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে উপেক্ষিত ছিল। বর্তমান সরকারের আমলে কানাইঘাট-জকিগঞ্জ আসনের এমপি আলহাজ্ব সেলিম উদ্দিনের আন্তরিক সহযোগীতায় ব্রিজটি বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি ডিও লেটার পাঠানো হয়েছে। আশাকরি আগামী অর্থ বছরেই ব্রিজটি নির্মাণে সরকার আন্তরিক হবে এবং এ অঞ্চলের লক্ষাধিক মানুষের দাবী বাস্তবায়িত হবে। এলাকাবাসী উক্ত আমরি খালের উপর ব্রিজ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরদাবী জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়