Tuesday, August 29

কানাইঘাটে রাধাষ্টমী পালিত


নিজস্ব প্রতিবেদক: শ্রীমতি রাধা রানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে কানাইঘাট শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্য দিয়ে রাধাষ্টমী মহোৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী কানাইঘাট পৌরসভার সার্বজনীন ঊষাবাবুর দূর্গা মন্ডপে মঙ্গলারতি, গুরুপূজা, কীর্তন মেলা, মহা-অভিষেক, ধর্মসভা পরবর্তী রাধাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। হরেকৃষ্ণ নামহট্ট সংঘ, কানাইঘাটের সভাপতি শ্রী রঙ্গ গৌরহরি রঞ্জিতের সভাপতিত্বে ও নামহট্ট সিলেটের সাবেক কোষাধ্যক্ষ শ্রী বিপিন বিহারী দাস ব্রহ্মচারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি শ্রী-দূর্গা কুমার দাস, নামহট্ট সংঘের উপদেষ্টা মাষ্টার সুদীপ্ত চক্রবর্তী, ডাঃ মানিক লাল দাস, কানাইঘাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। শ্রীমতি রাধা রানীর শুভ আবির্ভাব তিথির উপর ধর্মসভায় বক্তব্য রাখেন, নামহট্ট সিলেট বিভাগের সাধারণ সম্পাদক শ্রী পান্ডব গোবিন্দ দাস ব্রহ্মচারী, ইস্কন সিলেটের সদস্য শ্রী পরমেশ^র কৃষ্ণ দাস, নামহট্ট বালাগঞ্জ উপজেলার সভাপতি শ্রী রঞ্জন কানাই দাস, নামহট্ট কানাইঘাটের সহ সভাপতি শ্রী নিত্যমুকুন্দ দাস নির্মল, পূজা উদ্যাপন পরিষদ কানাইঘাটের সাধারণ সম্পাদক ভজন লাল দাস, কানাইঘাট পৌর হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নেহার রঞ্জন বর্ধন, পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাস, পূজা উদ্যাপন পরিষদ নেতা মিলন কান্তি দাস, প্রতাপ চন্দ্র দাস, চমক রঞ্জ দে প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, প্রতিটি ধর্মের মনিষীরা সব সময় সত্য ও সুন্দরের পথে চলার মানুষকে আহ্বান করেছিলেন। আমরা বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে দেশে শান্তিপূর্ণ ভাবে বাসস্থানের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছি। মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সহ অন্যান্য ধর্মের মনিষীদের জীবনাদর্শকে মনে প্রাণে ধারন করে আমাদের সবাইকে চলতে হবে। শ্রীমতি রাধারানীর আদর্শকে ধারন করে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ সহ সবাইকে তাঁর পথে চলতে হবে। তিনি কানাইঘাটে কেন্দ্রীয় ভাবে সার্বজনীন পূজা মন্ডপের ধর্মীয় অনুষ্ঠানমালা নির্বিঘেœ পালন করার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়