Friday, August 25

উয়েফার বর্ষসেরা রোনালদো

উয়েফার বর্ষসেরা রোনালদো

কানাইঘাট  নিউজ ডেস্ক: লিওনেল মেসি ও জিয়ানলুইজি বুফনকে হারিয়ে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এনিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব অর্জন করলেন সি আর সেভেন।

মেসি জিতেছেন দুবার। একবার করে এই অ্যাওয়ার্ড জেতেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।

বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়।

রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে বড় অবদান ছিল তার। অবদান ছিল উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়েও। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন রোনালদো।

ইউরোপ সেরা এ প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এ মৌসুমে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন রোনালদো। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ফাইনালে দুটিসহ সর্বোচ্চ ১২টি গোল করেন তিনি। সব মিলিয়ে সময়টা বেশ ভালই যাচ্ছে এ রিয়াল মাদ্রিদ তারকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়