Thursday, August 10

মালয়েশিয়ায় ভ্রমণকারীদের দিতে হবে ট্যুরিজম ট্যাক্স

মালয়েশিয়ায় ভ্রমণকারীদের দিতে হবে ট্যুরিজম ট্যাক্স

কানাইঘাট নিউজ ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ট্যুরিজম ট্যাক্স কার্যকর হচ্ছে মালয়েশিয়ায়।

গত মঙ্গলবার দেশটির পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ নাজরি বিন আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ নাজরি বিন আবদুল আজিজ সংবাদমাধ্যমকে জানান, মালয়েশিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছাড়া বিদেশি পর্যটকদের যে কোনো ধরনের আবাসনে প্রতি রাতে কক্ষপ্রতি ১০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ১৮০ টাকা) ট্যুরিজম ট্যাক্স পরিশোধ করতে হবে।

তবে রেজিস্টার্ড হোম বা কামপুং (গ্রাম) প্রাঙ্গণ প্রশিক্ষণ, জনকল্যাণ ‍বা অবাণিজ্যিক ব্যবহারে ক্ষেত্রে চার কক্ষের নিচে এই ট্যাক্স দিতে হবে না।

নতুন এ ট্যাক্স আরোপের ফলে পর্যটন খাত থেকে প্রতিবছর ২১০ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করছে মালয়েশিয়ার সরকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়