Friday, July 28

বাংলাদেশ সিরিজকে গুরুত্ব দিচ্ছে না অস্ট্রেলিয়া!

বাংলাদেশ সিরিজকে গুরুত্ব দিচ্ছে না অস্ট্রেলিয়া!

কানাইঘাট নিউজ ডেস্ক: টাকার কারণে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না অস্ট্রেলিয়া। সফরের আগে অস্ট্রেলিয়ান গণমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ যা বলছে তার মানে একটাই, ইচ্ছে করেই শেষ পর্যন্ত বাংলাদেশ সফর করবে না দেশটি।

সিডনি মর্নিং হেরাল্ডের ক্রীড়া সাংবাদিক ম্যালকম নক্স তার এক প্রতিবেদনে বাংলাদেশকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অজি ক্রিকেটারদের মনোভাব তুলে ধরেছেন। তিনি বলছেন, বাংলাদেশ সিরিজের পেছনে ডলারের গুরুত্ব কাজ করছে।

‘সব টেস্ট ম্যাচ সমান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা বেশি সমান। অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং বোর্ড যদি সমাধানে পৌছায় তবে সেটা হবে অ্যাশেজের কথা চিন্তা করে। ১৮ তারিখ থেকে বাংলাদেশে যে সিরিজ রয়েছে সেটা সম্ভবত পথের পাশেই রয়ে যাবে।’ লিখেছেন ম্যালকম।

অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করছেন। তাদের দাবি, লভ্যাংশের ভাগ না বাড়ালে দেশের হয়ে খেলবেন না। ইতিমধ্যে দেশটির ‘এ’ দল সাউথ আফ্রিকা সফর বাতিল করেছে।

সিডনি মর্নিং হেরাল্ড বলছে, সত্যিকার অর্থে ‘এ’ দলের সফর বাতিল হওয়া কোনো ব্যাপার নয়। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। কিন্তু তারা অ্যাশেজ ছাড়বে না!

বাংলাদেশ সিরিজের বাইরে সামনে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ রয়েছে। রয়েছে ভারত সফরও। ম্যালকম  বলছেন, টাকার কুমির ভারতকেও রাগাতে চাইবে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বৃহস্পতিবার সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সংবাদ সম্মেলনে বলেন, এক সপ্তাহের ভেতরে আমরা একটা সমাধানে পৌছাবো। ক্রিকেটাররা খেলতে রাজি না হলে ক্রীড়ামন্ত্রীকে ডেকে ‘স্বাধীন সালিসি’তে বসা হবে।

ম্যালকম তার প্রতিবেদনে বাংলাদেশ সফরের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘২০১৫ সালে নিরাপত্তার কথা বলে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করে। উপনিবেশবাদী অস্ট্রেলিয়ার এতে কি খুব একটা ক্ষতি হয়েছে? আসলেই না। এটা তো বাংলাদেশ। ইংল্যান্ড কিংবা অন্য কোনো দল নয়।’ 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়