Friday, July 28

আফগানিস্তানে সামরিক অভিযানে ৫১ জঙ্গি নিহত

আফগানিস্তানে সামরিক অভিযানে ৫১ জঙ্গি নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক: আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে ৫১ জঙ্গি নিহত ও আরো ৪৬ জন আহত হয়েছে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জঙ্গিদের বিভিন্ন গোপন ঘাঁটি লক্ষ্য করে অত্যন্ত পরিকল্পিতভাবে ২৬ দফা সামরিক অভিযান চালানো হয়। এসবের মধ্যে ১০টি বিশেষ অভিযান ছিল।

বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে কারী আসাদুল্লাহ নামে পরিচিত স্থানীয় তালেবান নেতা দাদুল্লাহও রয়েছে। দেশটির ৩৪টি প্রদেশের ১৬টিতে এ সামরিক অভিযান চালানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, আফগান বিমানবাহিনীর সদস্যরাও এ ব্যাপক অভিযানে অংশ নেয়।
তবে এ অভিযানে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়