Sunday, July 30

৩০টি গাড়ি গ্রাহকদের বুঝিয়ে দিল টেসলা

৩০টি গাড়ি গ্রাহকদের বুঝিয়ে দিল টেসলা

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 'মডেল ৩' সংস্করণের ৩০টি গাড়ি গ্রাহকদের বুঝিয়ে দিয়েছে টেসলা। টেসলা’র কিছুটা সস্তা গাড়ি মডেল ৩। গাড়িটির সর্বনিম্ন মূল্য ৩৫ হাজার মার্কিন ডলার, যা মডেল এস বা মডেল এক্স-এর দামের অর্ধেকের কম।

ইতোমধ্যেই এ গাড়িটির প্রি-অর্ডারের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। চলতি বছরের ডিসেম্বরে আরও ২০ হাজার মডেল ৩ তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আর ২০১৮ সালে আরও চার লাখ মডেল ৩ বানাবে তারা। এ বছর প্রতিষ্ঠানটির মোট পাঁচ লাখ মডেল ৩ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

এ অনুষ্ঠানে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক বলেন, এটি টেসলা’র জন্য দারুণ একটি দিন। এটি কখনোই আমাদের লক্ষ্য ছিল না যে আমরা দামি গাড়ি বানাবো। অবশেষে আমাদের সাশ্রয়ী মূল্যের একটি দারুণ গাড়ি আছে, যা আমাদের অবশ্যই দরকার ছিল।

তবে মডেল ৩-এর উৎপাদন সংস্করণের প্রথম গাড়িটি নিজেই রাখবেন বলে জানান মাস্ক। গাড়িটি বাজারে আনতে এর আগে কয়েকবার বিলম্ব করেছে টেসলা। তবে এখনও যারা গাড়িটির জন্য অর্ডার দিচ্ছেন তারা হয়তো ২০১৮ সাল শেষের আগে এটি পাবেন না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়