Wednesday, July 12

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু

কানা্ইঘাট নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পাড়া এলাকায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পাঁচ দিনে ৯ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে ৩ থেকে ১২ বছর বয়সের ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

অসুস্থ ২১ জন শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- কানাই ত্রিপুরা (৫), ফুখতি ত্রিপুরা (৬), জানাইয়া ত্রিপুরা (৭), রমাপতি ত্রিপুরা (৮), তাকিপতি ত্রিপুরা (১২), কছম রায় ত্রিপুরা (১০), রূপালী ত্রিপুরা (৩), হৃদয় ত্রিপুরা (৮) ও কৃষাণ ত্রিপুরা (২)।

এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জেন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, কি কারণে শিশুগুলো মারা যাচ্ছে তা এখনো বলা যাচ্ছে না। আপনারা আপাতত অজ্ঞাত কারণে উল্লেখ করুন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস এম নূরুল করিম রাশেদ জানান, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে শিশুগুলো মারা যাচ্ছে। জ্বর হওয়ার পর শিশুগুলো কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়েন। তার পর মারা যায়। তবে এটি কি জ্বর বা কি কারণে এ জ্বর হচ্ছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়