Wednesday, July 12

দৃষ্টিনন্দন ফুলের বাগান

দৃষ্টিনন্দন ফুলের বাগান

কানাইঘাট নিউজ ডেস্ক: গ্রীষ্মকালের গরমে যখন মানুষ অতিষ্ট থাকে। তখন 'বেনা' ফুল তার সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায়। 'বেনা' হচ্ছে একটি আমেরিকান উর্বর উদ্ভিদ। যাতে উজ্জ্বল এবং শোভাবর্ধনকারী বিভিন্ন রঙের ফুল ফোঁটে। এটি বাগানকে শোভাময় করে তোলে।

এই সুন্দর এবং রঙিন ফুলের বাগান পূর্ব চীন এর জিয়াংসু প্রদেশের ঝেনজিয়াং শহরকে পর্যটনের জায়গা হিসেবে মানুষকে আকৃষ্ট করে এবং বাড়তি সৌন্দর্য অবলোকন করার সুযোগ তৈরি করে দেয়।

পাঁচ পাপড়িওয়ালা এসব ফুল এবং রঙ বেরঙের পজাপ্রতি দর্শনার্থীদের বাড়তি অানন্দ দেয়।

'ভারবেনা' নামের এ গাছ দিয়ে ভেষজ ঔষধ এবং লোক ঔষধ তৈরি করা হয়। এছাড়া এটি চা হিসেবেও ব্যবহার করা হয়। এ গাছ থেকে তৈরি ওষুধ অনিদ্রা, উদ্বেগ, উদ্বেগ, হতাশা এমনকি বিষণ্নতার জন্য একটি প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহৃত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়