Friday, July 14

'চিকুনগুনিয়া ৩-৪ সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে'

'চিকুনগুনিয়া ৩-৪ সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে'

কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৩-৪ সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মেয়র বলেন, ‘উত্তর সিটিতে মহামারি হতে পারে। সে ঘোষণা তাদের বিষয়। আমি বলবো, ডিএসসিসিতে চিকুনগুনিয়া মহামারির ধারে কাছেও নেই। যেটুকু আছে তা ৩-৪ সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে।’

আজ শুক্রবার নগর ভবনের সামনে চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এলাকায় কারও বাসার সামনে ফগার মেশিন দিয়ে ওষুধ প্রয়োগের সময় কেউ যদি বাসার ভেতরে আহ্বান জানান, তাহলে কর্মীরা ভেতরে যাবে।’

মেয়র বলেন, ‘সীমিত লোকবল নিয়ে সাধ্য মতো চেষ্টা করছি চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে। চিকুনগুনিয়া মহামারি আকার ধারণ করেছে, তা বলা যাবে না। তবে নিয়ন্ত্রণে আনতে নাগরিকদের সচেতনতা জরুরি।’

সাঈদ খোকন বলেন, ‘আতঙ্কিত হবেন না। রোগ আসতেই পারে। এই সংকট মোকাবিলা একসঙ্গে করা সম্ভব।’

উত্তর সিটি করপোরেশনের বিশেষজ্ঞরা বলেছেন, চিকুনগুনিয়া মহামারি আকার ধারণ করছে। এ বিষয়ে সাঈদ খোকন বলেন, ‘উত্তরে মহামারি বলেছে সেটা তাদের বিষয়। কিন্তু দক্ষিণ এলাকায় মহামারির ধারে কাছে নেই।’

মেয়র বলেন, ‘চিকুনগুনিয়া শুধু বাংলাদেশে নয় ভারত, পাকিস্তান ও নেপালেও ছড়িয়েছে।’

গুরুত্ব দিয়ে মেয়র বলেন, ‘সিঙ্গাপুর গত দু’সপ্তাহ আগে ডেঙ্গুর ভেকসিন বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে। চিকুনগুনিয়ার জন্য ট্রায়ালের কাজ চলছে। আশা করি, দ্রুতই তারা সফল হবে। তখন আমরাও এটা দেশে নিয়ে আসবো।’

এসময় মেয়রের সঙ্গে ডিএসসিসি’র নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়