Friday, July 28

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিল রাশিয়া

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিল রাশিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের জবাবে মার্কিন কূটনীতিকের সংখ্যা কমানোর নির্দেশ দেওয়াসহ কয়েকটি সম্পত্তির ব্যবহার নিষিদ্ধ করছে রাশিয়া।

রাশিয়া ১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, এ সংখ্যা কমিয়ে ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের কর্মচারীর সংখ্যার সমান করতে হবে।

পুতিন বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্তের পরই অামার এ সিদ্ধান্ত নিয়েছি।

রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের দিক থেকে এটি একটি দুঃসংবাদ। আমরা চরম অবন্ধুসুলভ একটি পদক্ষেপের ব্যাপারেই কথা বলছি।

তিনি জানান, নিষেধাজ্ঞার বিল আইনে পরিণত হলে এর জবাব মস্কো কিভাবে দেবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই তা ঠিক করবেন।

একইদিন ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় উদ্বেগ জানিয়ে বলেছে, এর ফলে ইউরোপের জ্বালানি নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তেমনটা হলে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অারো কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়