
কানাইঘাট নিউজ ডেস্ক: কথাটা এমবাপ্পের কান অবধি পৌঁছালে ক্রিস্টিয়ানো রোনালদোকে দু’চারটা গালি দিলেও দিতে পারেন।
আশা ছিল ১৮০ মিলিয়ন ইউরো পকেটে পুরে রিয়ালে উড়ে যাবেন এমবাপ্পে, কিন্তু সেই আশার গুড়ে বালি ঢেলে দিলেন সি আর সেভেন।
স্প্যানিশ আউটলেট ‘দিয়ারিও গোল’ বলছে, এমবাপ্পে রিয়ালে আসলে রোনালদোর ফিফা ব্যালন ডি’অরে ভাগ বসাবেন। এছাড়া রোনালদোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন তিনি। এই শঙ্কা মাথায় চেপেছে রোনালদোর। ফলে পেরেজকে আবেদন করেছেন, যেন তিনি এমবাপ্পেকে দলে না নেন।’
গেল কয়েকদিন আগের খবর, মোনাকোর সঙ্গে ১৮০ মিলিয়ন ইউরোতে ছয় বছরের জন্য ফরাসি তারকাকে কিনে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। ১৯০ মিলিয়ন দাম হাঁকায় মোনাকো। কিন্তু দর কষাকষি শেষে ১৮০ মিলিয়নে এমবাপ্পেকে নিজের করে নিতে চায় জিনেদিন জিদানের দল। বাংলাদেশি টাকায় মূল্য প্রায় ১,৭০৪ কোটি। যদিও রিয়াল থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
আশা ছিল ১৮০ মিলিয়ন ইউরো পকেটে পুরে রিয়ালে উড়ে যাবেন এমবাপ্পে, কিন্তু সেই আশার গুড়ে বালি ঢেলে দিলেন সি আর সেভেন।
স্প্যানিশ আউটলেট ‘দিয়ারিও গোল’ বলছে, এমবাপ্পে রিয়ালে আসলে রোনালদোর ফিফা ব্যালন ডি’অরে ভাগ বসাবেন। এছাড়া রোনালদোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন তিনি। এই শঙ্কা মাথায় চেপেছে রোনালদোর। ফলে পেরেজকে আবেদন করেছেন, যেন তিনি এমবাপ্পেকে দলে না নেন।’
গেল কয়েকদিন আগের খবর, মোনাকোর সঙ্গে ১৮০ মিলিয়ন ইউরোতে ছয় বছরের জন্য ফরাসি তারকাকে কিনে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। ১৯০ মিলিয়ন দাম হাঁকায় মোনাকো। কিন্তু দর কষাকষি শেষে ১৮০ মিলিয়নে এমবাপ্পেকে নিজের করে নিতে চায় জিনেদিন জিদানের দল। বাংলাদেশি টাকায় মূল্য প্রায় ১,৭০৪ কোটি। যদিও রিয়াল থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়