Thursday, July 6

সৌদিতে অন্যের জীবন বাঁচাতে প্রাণ দিলেন বাংলাদেশি

সৌদিতে অন্যের জীবন বাঁচাতে প্রাণ দিলেন বাংলাদেশি

কানাইঘাট নিউজ ডেস্ক: মসজিদে এসির কম্প্রেসার বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি। গতকাল বুধবার ভোরে সৌদি আরবের জেদ্দার সানাইয়া নামক অঞ্চলে ঘটে এই দুর্ঘটনা। নিহত বাংলাদেশি ঢাকার দোহার উপজেলার দোহার গ্রামের মৃত আনু খন্দকারের পুত্র ফেরদৌস খন্দকার (৪৫)।

বুধবার ভোরে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদ সংলগ্ন ইমামের আবাসিক বাসভবনে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাসভবনের ভেতরে আটকা পড়া ইমামের পরিবারের সদস্যরা আর্তচিৎকার করতে থাকে। তাদের উদ্ধার করতে এগিয়ে যান নিহত ফেরদৌসসহ কয়েকজন মুসল্লি।

দুর্ঘটনা কবলিত পরিবারের সদস্যদের উদ্ধার করতে সক্ষম হলেও বিস্ফোরিত এসির বিষাক্ত গ্যাসে স্বেচ্ছা উদ্ধারকর্মী ফেরদৌসের শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটনা স্থলেই কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহতের লাশ জেদ্দার কিং সউদ হসপিটালর মর্গে রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়