Saturday, June 3

বিদায়ী চিঠিতে ভারতীয় ক্রিকেটকে ধুয়ে দিলেন রামচন্দ্র

বিদায়ী চিঠিতে ভারতীয় ক্রিকেটকে ধুয়ে দিলেন রামচন্দ্র

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অভ্যন্তরে বর্তমানে চলছে ব্যাপক হট্টগোল। কোহলিসহ একাধিক ক্রিকেটার চাচ্ছেন অনিল কুম্বলেকে কোচের পদ থেকে অব্যাহতি দিতে। এখনও অবশ্য সেদিকে কোনো নড়চড় হয়নি। তবে আলোচনার টেবিলে এখন বোর্ডের পর্যবেক্ষক কমিটি থেকে রামচন্দ্র গুহের পদত্যাগ এবং তার বিদায়ী চিঠি।

বিদায়ী চিঠিতে ভারতীয় ক্রিকেটকে ধুয়ে দিয়েছেন রামচন্দ্র। তিনি লিখেছেন, ‘স্বার্থের রাজনীতি আজও চলছে ভারতীয় ক্রিকেটে।

গাভাস্কার সম্পর্কে রামচন্দ্র লিখেছেন, খেলোয়াড়দের এজেন্ট হিসেবে কাজ করা একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েও তিনি বোর্ডের বেতনভুক ধারাভাষ্যকার। ওই সংস্থা জাতীয় দলের যে ক্রিকেটারদের সঙ্গে কাজ করে, তাদের সম্পর্কেই গাভাস্কার ধারাভাষ্য দেন। এটি স্বার্থের সংঘাত।’

ধোনিকে নিয়ে রামচন্দ্রের বক্তব্য, ‘অধিনায়ক থাকার সময়ে খেলোয়াড়দের এজেন্ট সংস্থায় সক্রিয় ছিলেন তিনি। শুধুমাত্র ওয়ান ডে এবং টি-টোয়েন্টি খেলে ধোনি সর্বোচ্চ ‘এ’ গ্রেড চুক্তি পাবেন, অথচ ঘরোয়া ক্রিকেটারদের টাকা বাড়ানোই হবে না, এই ‘অসাম্যের’ কথাও রয়েছে চিঠিতে।’

রাহুল দ্রাবিড়ের নাম না করে তিনি লিখেছেন, ‘জুনিয়রদের কোচের সঙ্গে বোর্ড দশ মাসের চুক্তি করেছে ইচ্ছাকৃত ভাবে। যাতে বাকি দু’মাস তিনি আইপিএলে মেন্টর হতে পারেন। ’

সৌরভ সম্পর্কে রামচন্দ্রের বক্তব্য, ‘সিএবি প্রেসিডেন্ট হয়েও সৌরভ কলাম লেখেন, ধারাভাষ্য দেন। সৌরভকে অবশ্য বোর্ডই ধারাভাষ্যের অনুমতি দিয়েছিলেন।’

-আনন্দবাজার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়