
কানাইঘাট নিউজ ডেস্ক:
পাহাড়ধসে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানাতে বিএনপির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আগামীকাল রোববার
চট্টগ্রাম ও রাঙামাটি সফর করবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে বিএনপির মহাসচিব চট্টগ্রামে পৌঁছাবেন। চট্টগ্রামে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের পাশাপাশি তারা রাঙামাটি, বান্দরবান যাবেন। এ সময় পাহাড় ধস ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।
সম্প্রতি ভারী বর্ষণে এসব এলাকায় পাহাড় ধসে সেনাকর্মকর্তাসহ দেড় শতাধিক মানুষ প্রাণ হারায়। এ ঘটনায় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে বিএনপির মহাসচিব চট্টগ্রামে পৌঁছাবেন। চট্টগ্রামে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের পাশাপাশি তারা রাঙামাটি, বান্দরবান যাবেন। এ সময় পাহাড় ধস ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।
সম্প্রতি ভারী বর্ষণে এসব এলাকায় পাহাড় ধসে সেনাকর্মকর্তাসহ দেড় শতাধিক মানুষ প্রাণ হারায়। এ ঘটনায় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছে বিএনপি।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়