Wednesday, June 14

'সবাই বাজেট নিয়ে কথা বলছে, এটাই বড় অর্জন'

'সবাই বাজেট নিয়ে কথা বলছে, এটাই বড় অর্জন'

কানাইঘাট নিউজ ডেস্ক: ‘অতীতে বাজেট ছিল একটি লুক্কায়িত বিষয়, সংশয়ের বিষয়, না-জানি কী হচ্ছে। কিন্তু আমরা এটিকে রাস্তায় নিয়ে এসেছি। সবাই বাজেট নিয়ে কথা বলছে। বাজেটের এটাই সবচেয়ে বড় অর্জন।

আজ বুধবার 'জাতীয় বাজেট-২০১৭-১৮' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এবারের বাজেট নিয়ে সব স্তরের মানুষের মধ্যে যে আলোচনা হচ্ছে—একেই বাজেটের অর্জন হিসেবে দেখছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর মিরপুর সড়কে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ আলোচনা সভার আয়জন করে।

আলোচনা সভায় আবগারি শুল্ক নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, এ শুল্ক অনেক আগে থেকেই ছিল। এটা একটু একটু করে বেড়েছে। তিনি আরও বলেন, এ বিষয়টি সরকারের বিবেচনায় আছে। সরকার ভালো কিছুই করবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। কোহিনূর আফরোজ নামের এক শিক্ষার্থী প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারের সুযোগ-সুবিধা না দেওয়া প্রসঙ্গে।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা শিক্ষার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাদের প্রতি আগে নজর দেওয়া। তবে তার হাতে সুযোগ থাকলে তিনি এ বিষয়টিতে নজর দিতেন।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন এবং মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌস আলোচনা সভার সঞ্চালনা করেন। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়