Saturday, June 10

ইফতার মাহফিলে অনুমতি না দেওয়ার অভিযোগ রিজভীর

ইফতার মাহফিলে অনুমতি না দেওয়ার অভিযোগ রিজভীর

কানাইঘাট নিউজ ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, রমজান মাসে দেশব্যাপী বিএনপি আয়োজিত ইফতার মাহফিলগুলোতেও অনুমতি দেয়া হচ্ছে না।

শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোকে রাজনৈতিক কর্মকান্ড তো দূরে থাক ধর্মীয় আচার অনুষ্ঠান করতেও হিংসার আশ্রয় নিয়েছে। ‘ কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে, আক্রমণ চালাচ্ছে। ’ সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের আয়োজিত ইফতার মাহফিলে বাধা এবং হামলা করা হচ্ছে। এ ধরনের আক্রমণ বা বাধা প্রদান শুধু রাজনৈতিক দলের ওপর প্রতিহিংসা চরিতার্থ করা নয়, বরং ধর্মীয় অনুষ্ঠানের ওপরও আক্রমণ।’

তিনি আরো বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) কেউ পার পাবেন না। আপনাদের কালো তালিকা রচিত হচ্ছে। একদিন এই অন্যায়, অবিচারের, মানববৃদ্ধ কাজের হিসাব আপনাদেরকে দিতে হবে।

‘সরকারী বাহিনীর তান্ডবে মানুষের জীবনের অধঃপতন নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, পবিত্র এই মাহে রমজানেও দেশজুড়ে চলছে হত্যা, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাসহ গণগ্রেফতার। একদিকে সরকারী বাহিনীর তান্ডব অন্যদিকে শাসকদলের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত হত্যা, জবরদখল, লুটপাট চলছে। ফলে সামগ্রিকভাবে সমাজ জীবনে নেমে এসেছে অধ:পতনের চরম অন্ধকার।’

বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, ‘ধর্ষণ, গণধর্ষন, শিশু নির্যাতন এখন দেশে এক বিভিষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশে কোন সরকার আছে বলে মনে হয় না। বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি যেন এখন চরম অরাজক রাষ্ট্রে পরিণত হয়েছে।’

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার নৈরাজ্যতার সকল বিভিষিকা নিয়ে সর্বত্র রাজত্ব করছে। তাদের এই  ভয়াবহ দু:শাসনের কারনে তারা যে সম্পূর্ণরুপে জনবিচ্ছিন্ন হয়ে গেছে সেই কারনে জনগণকে বাদ দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায় তারই  ষড়যন্ত্রে সরকার মেতে উঠেছে। সেই ষড়যন্ত্রেরই নানা ধ্বণি প্রতিধ্বনী এখন আওয়ামী শীর্ষ নেতাদের মুখ থেকেই এখন বেরিয়ে আসছে। ক্ষমতা হারানোর আতঙ্কে এখন তারা ভীত হয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদেরকে ব্যবহারের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম  হোসেন আলাল, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ  মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়