Sunday, June 18

কানাইঘাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে রবিবার নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ের একটি কমিউনিটি সেন্টারে উপজেলার সর্বস্তরের ছাত্রসমাজ, পেশাজীবী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আসিফ আযহারের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম ও মাহফুজুর রহমান রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মজুমদার এডুকেশন ট্রাস্টের সচিব লোকমান উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিলেট জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ. হান্নান, কানাইঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি তাওহীদুল ইসলাম, শিক্ষক শাহ ঈসমাইল, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেস্টা আলী আহমদ মাসুদ ও যুগ্ন
সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ঢাবি শিক্ষার্থী শামসুল ইসলাম চৌধুরী। বক্তারা শিক্ষা-দীক্ষা ও উন্নয়নে পিছিয়ে পড়া কানাইঘাট উপজেলাকে আলোকিত করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নানা পরিকল্পনা ও মতামত তোলে ধরেন। কানাইঘাট উপজেলাকে শিক্ষা-দীক্ষা ও জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন, রেনেসাঁ, স্বপ্নচূড়া প্রভৃতি স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সৃজনশীল কর্মসূচিকে উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। প্রাণবন্ত আলোচনা শেষে সংক্ষিপ্ত দোয়ার মাধ্য্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়