Sunday, June 18

কানাইঘাটে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং


নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি টানা বর্ষণে তিন পার্বত্য জেলায় ভয়াবহ পাহাড় ধসে অসংখ্য মানুষের প্রানহানি এবং পাহাড় ধসে বিভিন্ন সময় দেশের বহু জায়গায় মানুষের মৃত্যুর দুর্ঘটনায় পাহাড়ের পাদদেশ ও টিলার উপরে বসবাসরত জনসাধারণকে সচেতন করার জন্য সরকার সারাদেশে প্রচার অভিযান শুরু করেছে। বিশেষ করে সিলেট জেলার পাহাড়ী এলাকায় বসবাসরত জনসাধারণে প্রানহানি ও দুর্ঘটনা রোধে তাদের অন্যত্র সরিয়ে আনার লক্ষে বিভিন্ন উপজেলার ন্যায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার পাহাড় ও টিলা বেষ্টিত লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সুনাতন পুঞ্জি এলাকায় মাইকিং করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সুমন আচার্য্য নিজে রবিবার সুনাতন পুঞ্জি গ্রাম এলাকা পরিদর্শন করে সম্প্রতি পাহাড় ধসে দেশের বিভিন্ন স্থানে বহু মানুষের প্রানহানির ঘটনা তুলে ধরে সেখানে পাহাড় ও টিলার উপর বসবাসরত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পাহাড় ধসে যাতে করে কোন ধরনের প্রানহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটে এজন্য তিনি পাহাড় ও টিলার উপর বসবাসরতদের অন্যত্র বাড়িঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। সেই সাথে প্রশাসনের উদ্যোগে ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচারণা চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমন আচার্য্যর সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন কানাইঘাট উপজেলার যে সব এলাকায় পাহাড় ও টিলার উপর বাড়িঘর করে মানুষ বসবাস করছেন তাদেরকে অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য সচেতনতামূলক প্রচার অভিযান চলবে এবং আমরা ঐসব এলাকায় পাহাড় ও টিলার উপর বসবাসরত মানুষের সাথে গিয়ে কথা বলবো। প্রসংগত যে কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পশ্চিম ও লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নে শতশত মানুষ সেখানকার সরকারী খাস জায়গা পাহাড় ও টিলার পাদদেশে বাড়ীঘর তৈরি করে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। দেশের নানা প্রান্তের ভুমিহীন মানুষ প্রতি বছর কানাইঘাটের এসব পাহাড়ী এলাকায় এসে সরকারী জায়গা দখল করে বাড়িঘর তৈরি করে বসবাস করে থাকেন। গত কয়েক বছর ধরে বিশেষ করে লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির পাহাড় ও টিলা বেষ্টিত জনসমাগম এলাকা থেকে অবৈধ ভাবে প্রভাবশালী পাথর খেকো চক্র পাহাড় ও টিলা কেটে পাথর উত্তোলন করে আসছে। এমনকি বাড়ি ঘরের আঙ্গিনা থেকে বড়বড় গর্ত করে পাথর উত্তোলন অব্যাহত থাকায় যে কোন সময় ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পাহাড় ও টিলা ধসে বড় ধরনের প্রানহানির সম্ভাবনা রয়েছে। সচেতন মহল এ ব্যাপারে দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসনকে তড়িত ব্যবস্থা গ্রহণ এবং পাহাড় টিলা কেটে ও গর্ত করে পাথর উত্তোলন বন্ধের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়