Sunday, June 18

জেরুজালেমে ফিলিস্তিনিদের আক্রমণে পুলিশসহ নিহত ৪

জেরুজালেমে ফিলিস্তিনিদের আক্রমণে পুলিশসহ নিহত ৪

কানাইঘাট নিউজ ডেস্ক: ইসরাইলের জেরুজালেম নগরীর পুরোনো এলাকায় ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে এক আক্রমণের ঘটনায় এক ইসরাইলি নারী পুলিশ নিহত হবার পর পাল্টা গুলিতে তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে।

দু’জন ফিলিস্তিনি বন্দুক ও ছুরি নিয়ে ইসরাইলি পুলিশের ওপর হামলা চালায় এবং তৃতীয়জন, এক নারী পুলিশকে ছুরিকাঘাত করে। পুলিশ পাল্টা গুলি করলে তিন আক্রমণকারীই নিহত হয়।

পুলিশ বলছে, নিহত ফিলিস্তিনি তরুণদের বয়স ১৮/১৯।তারা সবাই পশ্চিম তীরের বাসিন্দা।

এ আক্রমণের ঘটনায় আরো তিন জন আহত হয়। ইসরাইলি সংবাদপত্র হারেৎজ বলছে, আহতদের মধ্যে দু’জন ফিলিস্তিনি। তাদের গায়ে গুলি লেগেছে।

ঘটনার সময় পুরোনো জেরুজালেম নগরীর আল-আকসা এলাকায় জুমার নামাজ পড়তে হাজার হাজার মুসলিমের জমায়েত হয়েছিল। রমজান মাস উপলক্ষে পশ্চিম তীর ও রেুজালেমের মধ্যে ফিলিস্তিনিদের চলাচলের ওপর নিষেধাজ্ঞাও শিথিল করা হয়।

নিহত ইসরাইলি নারী পুলিশের নাম হাদাস মালকা বলে জানানো হয়েছে।

পুলিশ বলেছে, আক্রমণকারীদের সাথে কোন সন্ত্রাসী গ্রুপের সম্পর্ক আছে বলে জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়