Monday, June 12

সৌদিতে বার্সার জার্সি পড়লে ১৫ বছরের জেল

সৌদিতে বার্সার জার্সি পড়লে ১৫ বছরের জেল
কানাইঘাট নিউজ ডেস্ক: কাতার এয়ার এয়ারওয়েজের লোগো থাকায় স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার জার্সি পরিধানে শুধু নিষেধাজ্ঞাই আরোপ করেছে সৌদি আরব।

কাতারের সঙ্গে সম্পর্কের তিক্ততার সূত্র ধরেই এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

এ ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, কাতার এয়ারওয়েজের লোগো সম্বলিত বার্সেলোনার জার্সি পরে কেউ সৌদিতে প্রবেশ করলে তাকে ১৫ বছরের কারাভোগ করতে হবে এবং ১ লাখ ২০ হাজার ডলার জরিমানা দিতে হবে।

সম্প্রতি সৌদি আরবসহ উপসাগরীয় ছয় প্রতিবেশী রাষ্ট্র কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কাতারের সঙ্গে সম্পর্কের তিক্ততা থেকেই এমন পদক্ষেপ নিল সৌদি আরব। সম্প্রতি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকেই উপসাগরীয় অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে।

সৌদির এ পদক্ষেপের প্রভাব পড়বে মেসি ও নেইমার ভক্তদের উপর! যারা তাদের জার্সি গায়ে দিবেন তারা সৌদিতে প্রবেশ করলে কার্যত বিপদেই পড়তে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়