
কানাইঘাট নিউজ ডেস্ক: লুইস
এনরিকে চলে যাওয়ার পর বার্সেলোনার হাল ধরেছেন এরনেস্তো ভালভেরদে। নতুন
শিষ্যদের নিয়ে নতুন মৌসুম শুরুর জন্য মুখিয়ে আছেন তিনি। বার্সার কোচ হওয়ার
আগেই তিনি জানিয়েছিলেন মেসিকে কোচিং করার জন্য মুখিয়ে আছেন তিনি।
সেই সুযোগ যখন সন্নিকটে ঠিক তখনই ভালভেরদে জানালেন, তার খেলায় আজ যতটা উন্নতির ছাপ, পরের দিন আরও বেশি প্রচেষ্টা। দলের সেরা খেলোয়াড়ের প্রতিনিয়ত আরও ভালো করতে চাওয়ার ক্ষুধাই ভারভেরদেকে বেশি মুগ্ধ করেছে।
তিনি বলেন, 'প্রতিদিনই সে আপনাকে বিস্মিত করবে'। নিঃসন্দেহে সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমি এখনও বলছি তাকে কোচিং করাতে উন্মুখ হয়ে আছি।
'সে একদিন বিস্ময়কর কিছু করবে। পরের দিন আপনি মনে করবেন, নিশ্চিতভাবে সে আর কিছু করতে পারবে না। কিন্তু সে করবে এবং উন্নতি করতেই থাকবে'।
সেই সুযোগ যখন সন্নিকটে ঠিক তখনই ভালভেরদে জানালেন, তার খেলায় আজ যতটা উন্নতির ছাপ, পরের দিন আরও বেশি প্রচেষ্টা। দলের সেরা খেলোয়াড়ের প্রতিনিয়ত আরও ভালো করতে চাওয়ার ক্ষুধাই ভারভেরদেকে বেশি মুগ্ধ করেছে।
তিনি বলেন, 'প্রতিদিনই সে আপনাকে বিস্মিত করবে'। নিঃসন্দেহে সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমি এখনও বলছি তাকে কোচিং করাতে উন্মুখ হয়ে আছি।
'সে একদিন বিস্ময়কর কিছু করবে। পরের দিন আপনি মনে করবেন, নিশ্চিতভাবে সে আর কিছু করতে পারবে না। কিন্তু সে করবে এবং উন্নতি করতেই থাকবে'।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়