Monday, June 12

কানাইঘাট বাজারে অভিনব পন্থায় মোবাইলের দোকানে চুরি


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উত্তর বাজারে অবস্থিত হৃদয় টেলিকমে সোমবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা অভিনব পন্থায় হৃদয় টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানের পাকা দোকান কোটার উপরের টিনের চালা কৌশলে খুলে ভিতরে প্রবেশ করে অনুমানিক নগদ লক্ষাধিক টাকা, কয়েকটি মোবাইল সেট, রিচার্জ কার্ড নিয়ে গেছে বলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হৃদয় আহমদ জানিয়েছেন। হৃদয় আহমদ জানান তিনি তারাবির নামাজ পড়ার জন্য প্রতিদিনের মতো তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে মসজিদে নামাজে চলে যান। নামাজ পড়ে রাত ১০টার দিকে দোকানের সাটারের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরের মালামাল এবং ক্যাশ বাক্স তছনছ অবস্থায় পড়ে আছে ও দোকান কোটার বাঁশের ছাদ ভাঙ্গা অবস্থায় রয়েছে। সাথে সাথে বাজারের ব্যবসায়ী, উৎসুক জনতা সেখানে ভীড় জমান এবং দেখতে পান অভিনব পন্থায় চালারটিন খুলে নির্বিঘ্নে মালামাল সহ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। হৃদয় আহমদ জানিয়েছেন, বিকাশ, শিওরক্যাশ, ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং সহ ঐদিনের রিচার্জের নগদ লক্ষাধিক টাকা সহ ৫টি মোবাইল সেট, বিভিন্ন ফোন কোম্পানির রিচার্জ কার্ড, মেমোরি কার্ড চুরি হয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা হতবাক হয়েছেন। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকার পরও এমন দুধর্ষ চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। পূর্বে বাজারে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়