Saturday, June 17

কানাইঘাট উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, চাল, ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধ্বমূখী ও দেশ জুড়ে লোডশেডিং বিদ্যুৎ ও গ্যাসের দাম বার বার বাড়ানোর ফলে দেশের মানুষ পবিত্র রমজান মাসেও সীমাহীন দূর্ভোগের স্বীকার হচ্ছেন। কিন্তু, বর্তমান ভোটার বিহীন এ সরকার একদলীয় বাকশালী কায়দায় দেশ শাসনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার হরণ এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানী, মিছিল মিটিং এর অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। ঈদের পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে যে আন্দোলন সংগ্রাম শুরু হবে এতে দলের নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোল সংগ্রামে শরীক হওয়ার আহবান জানান তিনি। আবুল কাহের চৌধুরী শামীম শনিবার বিকেল ৪টায় কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলমের সভাপতিত্বে ও কানাইঘাট পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার শরিফুল হকের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য মাওঃ জয়নুল আবেদীন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুন রশিদ চেয়ারম্যান, দপ্তর সম্পাদক এড. মোঃ ফখরুল হক, ত্রাণ বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েস আহমদ, সহ তথ্য বিষয়ক সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ, সহ সমবায় বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খসরুজ্জামান পারভেজ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আবুল বাশার প্রমুখ। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও অন্যান্য বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত ইফতার মাহফিলে শরীক হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়