Tuesday, June 20

থাইল্যান্ডে বিস্ফোরণে ৫ জন নিহত, আহত ৪

থাইল্যান্ডে বিস্ফোরণে ৫ জন নিহত, আহত ৪

কানাইঘাট নিউজ ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সোমবার এক বিস্ফোরণে পাঁচ সরকারি সৈন্য নিহত ও অপর চার জন গুরুতর আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, স্থানীয় বিদ্রোহীদের একটি অজ্ঞাত দল বোমাটি পেতে রেখেছে। খবর এএফপি’র।

ব্যাংকক থেকে প্রায় ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণে পাত্তানি প্রদেশের থুং ইয়াং ডায়েং অঞ্চলের একটি সড়কে শক্তিশালী এই বিস্ফোরণে পাঁচ নন-কমিশন্ড সৈন্য নিহত ও অপর চার জন আহত হয়েছে।

থাই গণমাধ্যম মাতিচোন জানায়, হামলাকারীদের সঠিক সংখ্যা ও পরিচয় জানা যায়নি।

থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তের তিনটি প্রদেশ পাত্তানি, ইয়ালা ও রানাথিওয়াতে বিস্ফোরণ ও হামলা চালানো হয়।
টাস্ক ফোর্স ২৫-এর সৈন্যরা একটি মিশনে যাওয়ার পথে এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, সন্দেহভাজন দুষ্কৃতকারীরা এখনো নিখোঁজ রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়