Monday, June 19

কানাইঘাট গৌরিপুর-কান্দেবপুর সুরমা ডাইকের ভাঙ্গন পরিদর্শনে পাউবো'র কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সদর ইউপির গৌরিপুর-কান্দেবপুর সুরমা ডাইকের ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সিলেটের কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  সোমবার বিকেল ৪টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ মিজানুর রহমান ও পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলার ভাঙ্গন কবলিত গৌরিপুর ও কান্দেবপুর সুরমা ডাইক সরেজমিনে পরিদর্শন করেন। এসময় পানি উন্নয়ন বোর্ড পাউবো’র তত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ মিজানুর রহমান গৌরিপুর-সুরমা ডাইকের ভাঙ্গন কবলিত এলাকা রক্ষায় বাঁশের গড়  ও বালুর বস্তা ফেলে ভাঙ্গন রক্ষা করায় কাজের স্থানীয় ঠিকাদার মোঃ বাবুল আহমদ’কে ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডালাইচর এবং গৌরিপুর সুরমা ডাইকের ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, প্রায় দেড় মাস পূর্বে কান্দেবপুর ও গৌরিপুর সুরমা ডাইকে ভাঙ্গন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ভাঙ্গন ঠেকাতে বিশেষ প্রকল্প হিসেবে প্রায় ১১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন (পাউবো) সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, পাউবি’র শাখা কর্মকর্তা আব্দুল মতিন, কানাইঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলার মোঃ তাজ উদ্দিন, মিলেনিয়াম টিভি’র কানাইঘাট প্রতিনিধি ও কানাইঘাট বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলিম উদ্দিন আলিম, পাউবি’র স্থানীয় ঠিকাদার আলী আহমদ প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়