Monday, June 19

মির্জা ফখরুলের উপর হামলার প্রতিবাদে কানাইঘাটে বিক্ষোভ মিছিল


কানাইঘাট নিউজ ডেস্ক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের বহনকারী গাড়িবহরে হামলার প্রতিবাদে কানাইঘাটে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্রদল। সোমবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট পুর্ববাজারে গিযে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক রুহুল আমিনে সভাপতিত্বে ও কানাইঘাট পৌর ছাত্র দলের আহবায়ক আর এ বাবলু পরিচালনায় উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ- সমবায় বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও কানাইঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল,প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও কানাইঘাট উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক হাজী জসিম উদ্দিন ,বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খছরুজ্জামান পারভেজ ,পৌর যুবদলের সভাপতি জাকারিয়া হাবিব,যুগ্ন সম্পাদক রুবেল আহমদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার ইসমাইল,জেলা ছাত্রদলের সদস্য জাকির হুসেন উপস্থিত ছিলেন বদরুল,শামীম হোসেন বাদল, সাহেদ আহমদ,কয়ছর আহমদ,আব্দুল মান্নান, তাহির উদ্দিন, মারুফ আহমদ,জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের কয়ছর, আবু রায়হান পাভেল, তোফায়েল,রুহুল, সুজন, মিজান, আল আমিন,কুদ্দুছ, জাহাভ্গীর, আবুল ফয়েজ, প্রিন্স সুহেল,হেলাল, রাজু, জুয়েল, নজরুল,সাকিল, রাসেল, মাহবুব, মাতাব,সাকিব, মাছুম, মারুফ আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়