Saturday, June 3

ভারতের দীর্ঘতম সেতু ঘিরে হামলার আশঙ্কা

ভারতের দীর্ঘতম সেতু ঘিরে হামলার আশঙ্কা

কানাইঘাট নিউজ ডেস্ক: চিন-সীমান্তের কাছে এশিয়ার দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছে ভারত। এটি খুলে দেয়ার মেয়াদ এখনো মাস পেরোয়নি। এর মধ্যেই অাসামের ঢোলা-সাদিয়া সেতু বা ভূপেন হাজারিকা সেতু ঘিরে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। আশঙ্কার কথা স্বীকার করেছে অাসাম পুলিশও।

টাইমস অফ ইন্ডিয়ায়-কে অাসাম পুলিশের অতিরিক্ত জেনারেল (স্পেশাল ব্রাঞ্চ) পল্লব ভট্টাচার্য জানিয়েছেন, 'সম্প্রতি গোয়েন্দা সূত্রে আমরা হামলার খবর পেয়েছি। আন্তঃরাজ্য ব্রিজ হওয়ায় এর গুরুত্ব অনেক।'

তিনি আরও জানিয়েছেন, হামলার আশঙ্কার পর থেকে দীর্ঘতম সেতুর নিরাপত্তা আগের থেকে বাড়ানো হয়েছে। যদিও হামলার আশঙ্কা সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ঢোলা-সাদিয়া সেতুর কারণে অাসাম ও অরুণাচলের মধ্যে দূরত্ব ১৬৫ কিলোমিটার কমে গেছে। ৯.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি অাসামের রাজধানী দিজপুর থেকে ৫৪০ কিলোমিটার দূরে। আরও গুরুত্বপূর্ণ চিন সীমান্ত থেকে আকাশপথে এর দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়