Wednesday, March 8

ভারতে পুলিশের গুলিতে আইএসের সন্দেহভাজনের মৃত্যু

ভারতে পুলিশের গুলিতে আইএসের সন্দেহভাজনের মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতীয় পুলিশ বুধবার ইসলামিক স্টেট গ্রুপের এক সন্দেহভাজন সমর্থককে গুলি করে হত্যা করেছে।

এ সন্দেহভাজনের নাম সাইফুল্লাহ বলে জানা যায়।

পুলিশ জানায়, একটি ট্রেনে হামলার ঘটনায় সে জড়িত ছিল। ট্রেনে তার ওই হামলায় ১০ জন আহত হয়।

তারা জানায়, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের যে বাড়িটিতে এ সন্দেহভাজন জঙ্গি অবস্থান করছিল পুলিশ সেটি ঘিরে ফেলে অভিযান শুরু করলে সে পুলিশের গুলিতে নিহত হয়। তার নিহত হওয়ার মধ্য দিয়ে সেখানের প্রায় ১২ ঘন্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান ঘটে।

ইসলামিক স্টেট গ্রুপের নাম উল্লেখ করে ভারতের সন্ত্রাসবাদ দমন স্কয়াডের অসীম অরুণ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে খবর ছিল, এখানে আইএসআইএস সংশ্লিষ্ট একটি জঙ্গি গ্রুপ গঠন করা হচ্ছে এবং এর সাথে যুক্ত এক সন্দেহভাজন সেখানে আত্মগোপন করে থাকতে পারে।

তিনি আরো বলেন, ‘আমরা তার ঘরে প্রবেশ করার সময় সে আমাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে আমরাও পাল্টা গুলি চালালে সে নিহত হয়।’

মঙ্গলবার একটি ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অপর ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ট্রেনে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়