Monday, March 6

৮০টি বাজপাখি নিয়ে সৌদি যুবরাজের বিমান ভ্রমণ

৮০টি বাজপাখি নিয়ে সৌদি যুবরাজের বিমান ভ্রমণ

কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি আরবে উচ্চবিত্তদের কাছে বাজপাখি পোষা একটি দারুণ শখের ব্যাপার। এর কারণ সংযুক্ত আরব আমিরাতের জাতীয় প্রতীক হল বাজপাখি। তাই বাজপাখি পোষা সেখানকার মানুষের একটি শখের বিষয়।

ঠিক তেমনি সৌদি যুবরাজেরও আছে ৮০টি পোষা বাজপাখি। হঠাৎ তার খেয়াল হলো যে, পোষা বাজপাখি নিয়ে তিনি ঘুরতে বের হবেন। তাই ৮০টি প্লেনের টিকিট কেটে ফেললেন তার প্রিয় বাজপাখিগুলির জন্য!

শুনলে অবাক হবেন সৌদি যুবরাজের প্রতিটি বাজ পাখির রয়েছে নিজস্ব পাসপোর্ট। আর এই বিশেষ পাসপোর্টগুলির মেয়াদ ৩ বছর। তবে পাখিদের এ পাসপোর্ট করার পেছনে একটি বিশেষ কারণ হলো সৌদি আরব থেকে প্রচুর পরিমাণ বাজপাখি অন্য দেশে পাচার হয়। এটি আটকাতেই এমন নিয়ম করা হয়েছে। বাজপাখি হলেও প্লেনে যেতে হলে তো নিয়ম পালন করতেই হবে।

এয়ারপোর্টে সাধারণ যাত্রীদের যেমন সিকিউরিটি চেক হয়, তেমনি এই পাখিদেরও পরীক্ষা করা হয়। দেখা হয় তাদের শরীরে কিছু লুকানো আছে কিনা। আর সঙ্গে থাকতে হবে সরকার প্রদত্ত পাসপোর্ট। যেটি ছাড়া ভ্রমণ করাই সম্ভব না।  

তবে পাখি বলে তারা কিন্তু যে কোনো দেশে যেতে পারবে না। এ বিশেষ পাসপোর্টের সাহায্যে বাজপাখিরা বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, পাকিস্তান, সিরিয়া এবং মরক্কো যেতে পারে। এ দেশগুলি বাদে বাকি যে কোনো দেশে যাওয়া এদের জন্য নিষিদ্ধ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়