Monday, March 6

পুজারা-রাহানের ব্যাটে ১২৬ রানের লিড ভারতের

পুজারা-রাহানের ব্যাটে ১২৬ রানের লিড ভারতের

কানাইঘাট নিউজ ডেস্ক: রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের পর চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানের রক্ষণাত্মক ব্যাটিংয়ে বেঙ্গালুরু টেস্টের নাগাল নিয়েছে ভারত।

তৃতীয় দিন শেষে ১২৬ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। হাতে আছে এখনও ৬ উইকেট। চতুর্থ দিনের শুরুতে লিড আরো বাড়িয়ে নেয়ার লক্ষ্যই থাকবে পুজারাদের। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২১৩ রান। পুজারা ৭৯ ও রাহানে ৪০ রান করে অপরাজিত আছেন।

সকালে দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার লিড একশও পেরুতে দেননি জাদেজা। ৬ উইকেট নিয়ে ২৭৬ রানে অজিদের বেধে দেন এই স্পিনার।

৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা লোকেশ রাহুল ও অভিনব মুকুন্দ উদ্বোধনী জুটিতে করেন ৩৮ রান। এরপর মুকুন্দকে ফেরান হেইজেলউড। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক করেন রাহুল। স্টিভেন ও’কিফের বলে স্লিপে স্টিভেন স্মিথের দারুণ ক্যাচে পরিণত হওয়ার আগে করেন ৫১ রান।

এদিনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভারতীয় অধিনায়ককে বিদায় করেন হ্যাজলউড। এরপর জাদেজাকেও দ্রুত ফিরিয়ে দেন হেইজেলউড। কিন্তু দিনের বাকি সময়ে পুজারার সঙ্গে দাঁড়িয়ে যান অজিঙ্কা রাহানে।

পুজারার শুরুটায় ছিল অস্বস্তি। ৪ রানে একবার জীবনও পেয়ে যান। এরপর দারুণ সব শটে দলের সংগ্রহ বাড়াতে থাকেন। পুজারা ও রাহানের ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটিই এখন ম্যাচ জয়ের আশা দেখাচ্ছে ভারতকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়