Thursday, March 9

যেভাবে রাখলে শুকাবে না নেলপলিশ

যেভাবে রাখলে শুকাবে না নেলপলিশ

কানাইঘাট নিউজ ডেস্ক: মেয়েদের সাজসজ্জার অন্যতম অংশ নেলপলিশ। মনের মতো নেলপলিশে রাঙিয়ে নেন সুন্দর নখগুলো। কিন্তু নেলপলিশ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বিভিন্ন রঙের নেলপলিশের কালেকশন থাকলেও অনেকসময় ব্যবহার করাই যায় না। সহজ এই উপায়ে নেলপলিশের বোতলগুলিকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন।

১। যখন নেলপলিশ পরছেন, চেষ্টা করুন বোতলের মুখ বন্ধ করে রাখতে।

২। ব্যবহারের পর বোতলটি টাইট করে লাগাতে ভুলবেন না।

৩। যতটা সম্ভব ঠাণ্ডা ও অন্ধকার জায়গায় নেলপলিশের বোতলগুলো রাখুন। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

৪। নেলপলিশের ঢাকনাটি তুলো দিয়ে পরিষ্কার করে তবে লাগাতে হবে।

৫। যদি কোনও নেলপলিশ শুকিয়ে যেতে শুরু করে, তার মধ্যে কয়েক ফোঁটা ক্লিয়ার নেলপলিশ মিশিয়ে নিন।

৬। নেলপলিশ ব্যবহারের আগে বোতলটি বেশি ঝাঁকাবেন না। দু'হাতে মাঝে রেখে হালকা করে রোল করে নিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়