Thursday, March 9

কানাইঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তাহসিনা বেগম গত বুধবার বিকেল ৪টায় কানাইঘাট চতুল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরিচ্ছন্ন বাসী খাবার, খোলা ভেজাল মসলা এবং বিএসটিআই’র লেভেল অবৈধ ভাবে ব্যবহার করার দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৭১ ধারায় মামলা দায়েরের মাধ্যমে নগদ ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম বাজারের সুলেমান হোটেলে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করার দায়ে ১ হাজার, নাদিম আখনী হাউসকে ৫’শ, আরিফ আখনী হাউসকে ৫’শ, ভেজাল খোলা মসলা বিক্রি করার দায়ে উজ্জ্বল ষ্টোরকে ১ হাজার এবং আল-আমিন বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিএসটিআই লেভেল অবৈধ ব্যবহারের দায়ে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। জব্দকৃত ভেজাল প্রায় ৮০ কেজি মসলা ধ্বংস করেন তিনি। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল ইসলাম, উপজেলা ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, কানাইঘাট থানার এসআই হুমায়ুন কবির সহ সঙ্গীয় ফোর্স। নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম জানিয়েছেন, উপজেলার প্রত্যেকটি হাট বাজারে এধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি ও বিপণন বন্ধে আমরা প্রথমে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি করব। জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়, সবাইকে সচেতন করাই হচ্ছে মোবাইল কোর্টের মূল উদ্দেশ্যে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়