
কানাইঘাট নিউজ ডেস্ক:
বিশ্বের সব ক্যামেরা কোম্পানিগুলো তাদের টাচস্ক্রিন ক্যামেরা নিয়ে এসেছে।
এই দলে শুধু নাম ছিল না নিকনের, অবশেষে টাচস্ক্রিন ক্যামেরার যুগে প্রবেশ
করল নিকনও।
ডি৫৫০০ ক্যামেরার মাধ্যমে নিকনের এই নতুন যুগ শুরু হলো। যদিও নিকনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্যানন এই যুগে প্রবেশ করেছে ২০১২ সালে। নিকন এত দিন এসব থেকে দূরে থাকলেও ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে তাদেরও আধুনিক হতে হয়েছে।
৩.২ ইঞ্চি এলসিডি টাচস্ক্রিন মনিটর রয়েছে ক্যামেরাটির। এ ছাড়াও ডি৫৫০০ মডেলে রয়েছে ২৪.২ মেগাপিক্সেল এপিএস-সি ইমেজ সেন্সর, এক্সপিড ফোর ইমেজ প্রসেসর, প্রতি সেকেন্ডে ৫ ফ্রেম করে টানা শুটিংয়ের ক্ষমতা এবং ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং। সেই সঙ্গে এই ক্যামেরার ব্যাটারি অনেকক্ষণ চার্জ ধরে রাখতে পারবে।
বাজারের অন্যান্য ডিএসএলআর ক্যামেরার তুলনায় ডি৫৫০০ এর আকার বেশ ছোট, সে কারণে এটি বেশ হালকাও। আনকোরা ফটোগ্রাফারদের জন্য এটি বেশ ভালো একটি ডিএসএলআর ক্যামেরা। ক্যামেরাটি দিয়ে স্বাচ্ছন্দে সেলফিও তোলা যাবে। এই ক্যামেরার শুধু বডির দাম ধরা হয়েছে ৮৯৯ ডলার।
ডি৫৫০০ ক্যামেরার মাধ্যমে নিকনের এই নতুন যুগ শুরু হলো। যদিও নিকনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্যানন এই যুগে প্রবেশ করেছে ২০১২ সালে। নিকন এত দিন এসব থেকে দূরে থাকলেও ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে তাদেরও আধুনিক হতে হয়েছে।
৩.২ ইঞ্চি এলসিডি টাচস্ক্রিন মনিটর রয়েছে ক্যামেরাটির। এ ছাড়াও ডি৫৫০০ মডেলে রয়েছে ২৪.২ মেগাপিক্সেল এপিএস-সি ইমেজ সেন্সর, এক্সপিড ফোর ইমেজ প্রসেসর, প্রতি সেকেন্ডে ৫ ফ্রেম করে টানা শুটিংয়ের ক্ষমতা এবং ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং। সেই সঙ্গে এই ক্যামেরার ব্যাটারি অনেকক্ষণ চার্জ ধরে রাখতে পারবে।
বাজারের অন্যান্য ডিএসএলআর ক্যামেরার তুলনায় ডি৫৫০০ এর আকার বেশ ছোট, সে কারণে এটি বেশ হালকাও। আনকোরা ফটোগ্রাফারদের জন্য এটি বেশ ভালো একটি ডিএসএলআর ক্যামেরা। ক্যামেরাটি দিয়ে স্বাচ্ছন্দে সেলফিও তোলা যাবে। এই ক্যামেরার শুধু বডির দাম ধরা হয়েছে ৮৯৯ ডলার।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়