কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলার একমাত্র
আসামি বদরুল আলমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ
করেছেন খাদিজা।
বুধবার দুপুরে রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নতুন করে জীবন গড়তে সব চেষ্টাই করব।
খাদিজা বলেন, ‘রায়ে আমি খুশি। আমার প্রত্যাশা, আর কোনো নারী যেন আমার মতো নির্যাতনের শিকার না হন। সবাই যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। জীবনকে নতুন করে গড়তে যা যা করা দরকার সব চেষ্টাই করব।’
এ রায়ে মামলার বাদী ও খাদিজার চাচা আবদুল কুদ্দুস সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী বলেছেন, তারা এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।
আসামি বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়েছে।
গত বছরের ৩ অক্টোবর খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছিলেন বদরুল। ঘটনার পর তাকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা।
বুধবার দুপুরে রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নতুন করে জীবন গড়তে সব চেষ্টাই করব।
খাদিজা বলেন, ‘রায়ে আমি খুশি। আমার প্রত্যাশা, আর কোনো নারী যেন আমার মতো নির্যাতনের শিকার না হন। সবাই যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। জীবনকে নতুন করে গড়তে যা যা করা দরকার সব চেষ্টাই করব।’
এ রায়ে মামলার বাদী ও খাদিজার চাচা আবদুল কুদ্দুস সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী বলেছেন, তারা এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।
আসামি বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়েছে।
গত বছরের ৩ অক্টোবর খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছিলেন বদরুল। ঘটনার পর তাকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা।
সূত্র: বিডিলাইভ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়