Thursday, March 9

গুয়াতেমালায় শিশু আশ্রমে অগ্নিকাণ্ড, ২০ কিশোরীর মৃত্যু

গুয়াতেমালায় শিশু আশ্রমে অগ্নিকাণ্ড, ২০ কিশোরীর মৃত্যু
কানাইঘাট নিউজ ডেস্ক: গুয়াতেমালায় সরকার পরিচালিত শিশুদের একটি আশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্ততপক্ষে ২০ কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে স্থানীয় হাসপাতালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ভোরে গুয়াতেমালা নগরীর বাইরে ভার্জিন অব দ্য অ্যাজাম্পশন আশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে। আশ্রমের স্টাফদের বিরুদ্ধে বাসিন্দারা বিক্ষোভ করছিল। এ সময় বাসিন্দারাই এই আগুন ধরিয়ে দেয়।

কর্মকর্তারা জানান, নিহত কিশোরীদের বয়স ১৪ বছর থেকে ১৭ বছর। নগরীর রুজভেল্ট হাসপাতাল জানায়, সেখানে ২৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়