
কানাইঘাট নিউজ ডেস্ক: এ বছর সামরিক খাতে সাত শতাংশ ব্যয় বাড়াবে বলে জানিয়েছে চীন।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার মাত্র কয়েকদিনের মধ্যে এবং চীনের বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) প্রাক্কালে বেইজিং এমন ঘোষণা দিলো।
চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে থাকায় তারা তাদের সশস্ত্র বাহিনীকে ক্রমান্বয়ে আধুনিক করে গড়ে তুলছে। চীনের ঘোষিত প্রতিরক্ষা বাজেট এখনও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের চেয়ে কম। চীনের অনেক পর্যবেক্ষক বলছেন, প্রকৃত বাজেটের পরিমাণ আরো বেশি হতে পারে।
উল্লেখ্য, এ সপ্তাহের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০১৮ সালের জন্য তার প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা ব্যয় ১০ শতাংশ বাড়ানোর চেষ্টা করেছেন তিনি।
এদিকে চীনের সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার মাত্র কয়েকদিনের মধ্যে এবং চীনের বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) প্রাক্কালে বেইজিং এমন ঘোষণা দিলো।
চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে থাকায় তারা তাদের সশস্ত্র বাহিনীকে ক্রমান্বয়ে আধুনিক করে গড়ে তুলছে। চীনের ঘোষিত প্রতিরক্ষা বাজেট এখনও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের চেয়ে কম। চীনের অনেক পর্যবেক্ষক বলছেন, প্রকৃত বাজেটের পরিমাণ আরো বেশি হতে পারে।
উল্লেখ্য, এ সপ্তাহের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০১৮ সালের জন্য তার প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা ব্যয় ১০ শতাংশ বাড়ানোর চেষ্টা করেছেন তিনি।
এদিকে চীনের সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়