Saturday, March 4

আবারও যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গুলি করে হত্যা

আবারও যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গুলি করে হত্যা

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারও এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ৪৩ বছর বয়সী এই ভারতীয় ব্যবসায়ীকে সাউথ ক্যারোলিনায় নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয়। টাইমস অব ইন্ডিয়া শনিবার এ খবর জানিয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম হার্নিশ প্যাটেল। তিনি সাউথ ক্যারোলিনার ল্যাংকাস্টার কাউন্টিতে একটি দোকানের মালিক ছিলেন। কানসাসে এক ভারতীয়কে গুলি করে হত্যার অল্প কদিন পরেই এ ঘটনা ঘটল।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হ্যারল্ড জানিয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে রাতে দোকান বন্ধ করে নিজের গাড়ি নিয়ে ফেরার পথে বাসার সামনে গুলি করা হয় হার্নিশকে। দোকানটি নিহতের বাসা থেকে ৬ কিলোমিটার দূরে ছিল।

ল্যাংকাস্টার কাউন্টি করোনার কার্যালয় জানিয়েছে, মধ্যরাতের কয়েক মিনিট আগেই হার্নিশের লাশ পাশের একটি বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। এর আগে রাত প্রায় সাড়ে এগারোটার সময় ৯১১ নম্বরে ফোন করে কিছু মানুষ গুলির শব্দ শোনার অভিযোগ করেছিলেন।

এর আগে কানসাসে ৩২ বছরে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক শ্রীনিবাস কুচিবটলাকে গুলি করে হত্যা করা হয়েছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়