Thursday, March 9

ভারত-অস্ট্রেলিয়া বিতর্ক থামাতে নামলো আইসিসি

ভারত-অস্ট্রেলিয়া বিতর্ক থামাতে নামলো আইসিসি

কানাইঘাট নিউজ ডেস্ক: ডিআরএস কাণ্ডে ভারত-অস্ট্রেলিয়ার দ্বন্দ্ব থামাতে এবার মন্তব্য করলো আইসিসি। বিষয়টি নিয়ে  বেশ জলঘোলা হওয়ার পর তাদেরকে এ বিতর্ক থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছে আইসিসি।

আইসিসি'র পক্ষ থেকে বলা হয়, এ বিষয়টি নিয়ে আর বিতর্কে না গিয়ে আগামী টেস্টের জন্য দুই দলই এনার্জি সঞ্চয় করুক। তাছাড়া এ বিষয়টি নিয়ে কোনো দলকেই জিজ্ঞাসা করা হবেনা বলে জানিয়ে দিয়েছে আইসিসি।

আইসিসি চিফ একজিকিউটিভ ডেভিড রিচার্ডসন বলেন, ''আমরা দুই দলকেই বলছি শান্ত থাকতে। নিজেদের যাবতীয় এনার্জি পরের টেস্টের জন্য সঞ্চয় করে রাখতে। দুই দলের অধিনায়ককে ডেকে ম্যাচ রেফারি তাদের দায়িত্ব বুঝিয়ে দেবেন। এই ধরনের ম্যাচে একটু আধটু এরকম ঘটনা ঘটতেই পারে।''

ঘটনার সূত্রপাত বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনে। উমেশ যাদবের বল স্টিভ স্মিথের পায়ে লাগার সঙ্গে সঙ্গেই আউট দেন আম্পায়ার নাইজেল লং। রিভিউ নেবেন কিনা জানতে নন স্ট্রাইকার হ্যান্ডসকম্বের দিকে এগিয়ে যান স্মিথ। এ পর্যন্ত সব ঠিকই ছিল। গোল বাঁধে ঠেক এই সময়ে স্মিথ ড্রেসিংরুমের দিকে তাকানোয়। কোহালিরা অভিযোগ করেন, রিভিউ নেবেন কি না জানতে ড্রেসিংরুমের সাহায্য নিচ্ছিলেন স্মিথ। তখনকার মতো দু’পক্ষকে শান্ত করলেও বিতর্ক গড়ায় বোর্ড পর্যন্ত। ভারতীয় বোর্ড নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টিকে কটাক্ষ করে লেখে ‘ডিআরএস: ড্রেসিংরুম রিভিউ সিস্টেম’। তা নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে তীব্র লেখালেখি হয়।

এর পরেই স্মিথদের পাশে দাঁড়ায় অজি বোর্ড। অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) জেমস সাদারল্যান্ড কোহালির আচরণকে ‘অসংযত’ বলে মন্তব্য করেন। অস্ট্রেলিয়া খেলার মধ্যে ক্রিকেটের স্পিরিট-বিরোধী কিছু করে না বলেও মন্তব্য করেন তিনি। পাল্টা বিসিসিআইয়ের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করে স্মিথের এই কাণ্ডকে অনূর্ধ্ব ১০ স্তরের বলে ব্যাঙ্গ করেন পূজারা-অশ্বিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়