Sunday, March 5

উন্নত দেশে বিক্রি হবে না নকিয়া ৩৩১০

উন্নত দেশে বিক্রি হবে না নকিয়া ৩৩১০

কানাইঘাট নিউজ ডেস্ক: উন্নত দেশের নকিয়া ভক্তদের জন্য খবরটা খারাপই বটে। বহুল আলোচিত নকিয়া ৩৩১০ ফোনটি কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার মত উন্নত দেশে বিক্রি করবে না বলে জানিয়েছে নকিয়া।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ফিচার ফোনের জন্য আদর্শ বাজার এশিয়া প্যাসিফিক, ইউরোপ, আফ্রিকা অঞ্চলের দেশগুলো। তাই এই সকল দেশে বাজারজাত করা হবে নকিয়া ৩৩১০ ডিভাইসটি। উন্নত দেশগুলোতে ফিচার ফোনের চাহিদা কম থাকায় দেশগুলোতে ফোনটি আনা হবে না।

এছাড়া উন্নত অনেক দেশে টুজির বদলে থ্রিজি এবং ফোরজি সেবা রয়েছে। পাশাপাশি নোকিয়া ৩৩১০এর ৯০০ এবং ১৮০০ হার্জ ফ্রিকোয়েন্সি ওই দেশগুলোর ফ্রিকোয়েন্সি সমর্থন করে না বলেও জানিয়েছে নকিয়া।
সূত্র: বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়