Thursday, March 9

নিউইয়র্কে ধর্মঘট আন্দোলন থেকে ১৩ নারী গ্রেপ্তার

নিউইয়র্কে ধর্মঘট আন্দোলন থেকে ১৩ নারী গ্রেপ্তার
কানাইঘাট নিউজ ডেস্ক: নিউইয়র্কে ‘এ ডে উইদআউট এ ওমেন’ নামে ধর্মঘট আন্দোলন থেকে ১৩ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার, ম্যানহাটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আন্তর্জাতিক নারী দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পের নারী বৈষম্য এবং অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে এ আন্দোলনের ডাক দেয় বিভিন্ন নারী, শ্রমিক, নাগরিক ও মানবাধিকার সংগঠন। একইসঙ্গে, এতে নারী-পুরুষ সমান বেতন ও নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করারও দাবি জানানো হয়।

বুধবার, ধর্মঘট কর্মসূচি উপলক্ষে ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে জড়ো হন বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার নারী। এসময়, পরিকল্পিত পরিবার, নারী-পুরুষ সম-মজুরি, উন্নত স্বাস্থ্যসেবা এবং অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম থেকেই নারীদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে বলেও সমাবেশে অভিযোগ করেন অনেকে।

হাবিবা নামে এক তরুণী বলেন, আমি এ কর্মসূচিতে অংশ নিতে পেরে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি ক্লাসে না গিয়ে এখানে এসেছি কিন্তু অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি। আমি নারী-পুরুষ সমঅধিকারে বিশ্বাস করি বলেই এ সমাবেশে যোগ দিয়েছি। আমাদের সবারই উচিত নারীদের অধিকার রক্ষায় এগিয়ে আসা।

নূর নিসা নামে এক মুসলিম এবং অভিবাসীর সন্তান বলেন, এদেশে মুসলমানদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ জানাতেই এখানে এসেছি। আমি এখানে এসেছি কারণ বর্তমানে এদেশে যা হচ্ছে তা সত্যিই দুঃখজনক। আমাদের সবার উচিত জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শ্রদ্ধার চোখে দেখা।

তবে বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে, ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে থেকে বেশ কয়েকজন নারী সংগঠককে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। একইসঙ্গে, সমাবেশস্থল ছেড়ে যেতেও বিক্ষোভকারীদের প্রতি আহবান জানানো হয়।

এদিকে, নিউইয়র্ক সিটি হলের ওমেন ককাসও কর্মবিরতির সমর্থনে বাইরে বেরিয়ে এসে যোগ দেয় বিক্ষোভ সমাবেশে। নিউইয়র্ক ছাড়াও, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থনে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়