Monday, March 20

‘বিএনপি-জামায়াতের মদদেই দেশে জঙ্গি হামলা হচ্ছে’

‘বিএনপি-জামায়াতের মদদেই দেশে জঙ্গি হামলা হচ্ছে’

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের মদদেই সারা দেশে জঙ্গি হামলা হচ্ছে। মূলত সরকারকে বিব্রত করার জন্যই এমনটা করা করা হচ্ছে।

আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সমাবেশ শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচার দেশের প্রচলিত আইনেই হচ্ছে। এখানে সরকারের কোনো হাত নেই। দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে আগামী নির্বাচনে অযোগ্য হলে এর দায় তার (খালেদা) নিজের।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল হুদা মুকুট প্রমুখ।

এর আগে সিলেট পৌঁছে মাহবুবুল আলম হানিফ হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এসময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়