
কানাইঘাট নিউজ ডেস্ক:
মালয়েশিয়া এয়ারলাইন্সের 'এমএইচ ১৩০' প্লাইটটি অকল্যান্ড ছাড়িয়ে যাচ্ছিল
কুয়ালালামপুরের দিকে। মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন ফ্লাইটটির এক বিমান
সেবিকা। ফিরে আসা বা গন্তব্যে পৌঁছনো কোনোটার জন্য অপেক্ষা করার সময় ছিল
না।
তাই মাঝ আকাশেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। এক বিমানসেবিকা অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়ে যান। আরেকজন খোঁজ করেন ফ্লাইটে কোনো ডাক্তার আছেন কি না।
সে প্রশ্ন কানে যায় ভারতীয় নাগরিক ড: অঞ্চিতার। হাতের কাছে চিকিৎসার যা সরঞ্জাম পেয়েছেন তা দিয়েই সেবা করেন রোগীর। অঞ্চিতার দক্ষতায় সুস্থ হয়ে ওঠেন ওই বিমানসেবিকা। স্ত্রী অঞ্চিতার এই সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সৌরভ কুমার।
তাই মাঝ আকাশেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। এক বিমানসেবিকা অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়ে যান। আরেকজন খোঁজ করেন ফ্লাইটে কোনো ডাক্তার আছেন কি না।
সে প্রশ্ন কানে যায় ভারতীয় নাগরিক ড: অঞ্চিতার। হাতের কাছে চিকিৎসার যা সরঞ্জাম পেয়েছেন তা দিয়েই সেবা করেন রোগীর। অঞ্চিতার দক্ষতায় সুস্থ হয়ে ওঠেন ওই বিমানসেবিকা। স্ত্রী অঞ্চিতার এই সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সৌরভ কুমার।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়