কানাইঘাট নিউজ ডেস্ক:
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশে ২৪ ঘন্টায় সৈন্যদের সঙ্গে একাধিক
সংঘর্ষে অন্তত ১৫ তালেবান জঙ্গি নিহত ও ১২ জন আহত হয়েছে। রোববার
সেনাবাহিনীর এক সূত্র একথা জানায়।
ওই অঞ্চলের সেনাবাহিনীর কর্পস ২০৯ শাহিনের প্রেস অফিসার নাস্তরাউল্লাহ্ জামশিদি বলেন, ‘শনিবার কুন্দুজ প্রদেশের দাশত-ই-আর্চি জেলায় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত ও অপর দুই জন আহত হয়েছে।’
ফারইয়াব প্রদেশের পাশতোন কোত জেলায় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অপর সাত জঙ্গি নিহত হয়েছে। তবে এসব হতাহত সম্পর্কে তালেবানের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। সূত্র: বাসস
ওই অঞ্চলের সেনাবাহিনীর কর্পস ২০৯ শাহিনের প্রেস অফিসার নাস্তরাউল্লাহ্ জামশিদি বলেন, ‘শনিবার কুন্দুজ প্রদেশের দাশত-ই-আর্চি জেলায় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত ও অপর দুই জন আহত হয়েছে।’
ফারইয়াব প্রদেশের পাশতোন কোত জেলায় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অপর সাত জঙ্গি নিহত হয়েছে। তবে এসব হতাহত সম্পর্কে তালেবানের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। সূত্র: বাসস
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়