Wednesday, March 15

জৈন্তায় স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু


কানাইঘাট নিউজ ডেস্ক: জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। প্রিয়াঙ্কা বিশ্বাস (১৪) নামে ওই ছাত্রীর মরদেহ স্কুল সংলগ্ন একটি বাড়িতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সে উপজেলার ছৈলাখেল গ্রামের নিপুল বিশ্বাসের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়- বুধবার বিদ্যালয় হতে টিফিনের ছুটিতে বাড়ি যায় পিয়াঙ্কা। দুপুর সাড়ে ১২টায় স্কুল সংলগ্ন একটি বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান বলেন- প্রতিদিনের ন্যায় বিদ্যালয় হতে মেয়েটি দুপুরের ছুটিতে খাওয়ার জন্য বের হয়। কিছুক্ষণ পর খবর আসে বিদ্যালয় সংলগ্ন বাড়িতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এলাকাবাসীসহ বিদ্যালয়ের লোকজন তাকে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- ‘ঘটনার সংবাদ পেয়েছি এবং জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিষয়টি খোঁজখবর নেবো।’ সূত্র:সিলেট ভিউ:

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়