Wednesday, March 15

যেভাবে চালু হলো 'সম্পর্ক ভাঙা জাদুঘর'


যেভাবে চালু হলো 'সম্পর্ক ভাঙা জাদুঘর'
কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বের আনাচে কানাচে বহু আশ্চর্য বিষয় লুকিয়ে রয়েছে। এসব বিষয়ের মাঝে রয়েছে জাদুঘরও। নিজস্ব জাতি, সংস্কৃতি ও ইতিহাসের নানা স্মৃতি সংরক্ষণ করতে এটি বহু প্রাচীন একটি পদ্ধতি। কিন্তু এসব গতানুগতিকতার বাইরেও আছে এক ব্যাতিক্রম জাদুঘর। যেখানে সংরক্ষণ করা হয় প্রেম, ভালোবাসা ও বিয়ে বিচ্ছেদের পর একত্রে থাকাকালীন রোমান্টিক নানা স্মৃতি। আর এই জাদুঘর আছে পৃথিবীর মাত্র দুটি দেশে। একটি ক্রোয়েশিয়াতে, অন্যটি যুক্তরাষ্ট্রে।

ক্রোয়েশিয়ার জাগরেব শহরে ২০০৬ সালে ব্যতিক্রমী এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। দেশটির দুই চারুশিল্পী অলিনকি ভিসটিকা ও ড্রাজেন গ্রুবিসকি-এর উদ্ভাবক। যখন তাদের চার বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যায় তখন তারা চিন্তায় পড়েন তাদের রোমান্টিক মুহূর্তের স্মৃতিগুলো কী করবেন।

বিচ্ছেদের পর একটি জাদুঘর তৈরি করে সেখানে স্মৃতিগুলো সংরক্ষণের কথা ভাবেন প্রেমিক ভিসটিকা। বিষয়টি তখন ভাবনার মধ্যে সীমাবদ্ধ ছিল। এর ৩ বছর পর গ্রুবিসকির সঙ্গে যোগাযোগ করে, তাদের সেই চিন্তার প্রতিফলন ঘটানোর সিদ্ধান্ত নেন ভিসটিকা।

এরপর তারা বন্ধু ও পরিচিতদের অনুরোধ করেন সম্পর্ক বিচ্ছেদের পর কাছে থাকা স্মৃতিগুলো সংরক্ষণের জন্য তাদের কাছে জমা দিতে। এর কিছু দিনের মধ্যেই তাদের কাছে আসতে থাকে নানা ধরনের স্মৃতি। কেউ নিয়ে আসেন হুইস্কির খালি বোতল, কেউ কৃত্রিম এক জোড়া স্তন, কেউ বা আবার ছেঁড়া ব্লু জিন্সের প্যান্ট। এভাবেই জড়ো হতে থাকে নানা ধরনের স্মৃতি।

এসব স্মৃতি নিয়েই ২০০৬ সালে ক্রোয়েশিয়ার জাগরেব শহরে একটি অস্থায়ী জাদুঘর প্রতিষ্ঠা করে সেখানে এগুলো প্রদর্শনের ব্যবস্থা করেন ভিসটিকা ও গ্রুবিসকি। এর কয়েক বছর পর তারা সম্পর্ক বিচ্ছেদের নানা স্মৃতি সংগ্রহে বিশ্বের বিভিন্ন দেশে একটি অভিযান পরিচালনা করেন।
Photo of Museum of Broken Relationships - Los Angeles, CA, United States
আর্জেন্টিনা থেকে ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাজ্যসহ ২০টি দেশ ভ্রমণ করে বিভিন্ন ধরনের স্মৃতি সংগ্রহ করেন তারা। চার বছর পর ২০১০ সালে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হয় এই জাদুঘর। এরপর ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে আরেকটি শাখা প্রতিষ্ঠা করেন তারা।
Photo of Museum of Broken Relationships - Los Angeles, CA, United States
এই জাদুঘরে বিচ্ছেদের স্মৃতি হিসেবে বেশকিছু উদ্ভট বস্তু রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটি কুঠার, যা জমা দিয়েছেন একজন নারী। এই কুঠার দিয়ে তিনি তার সাবেক প্রেমিকের বাড়ির সব আসবাবপত্র ভেঙে টুকরো টুকরো করেছিলেন। একজন প্রেমিক দিয়েছেন, তার সাবেক প্রেমিকার জমানো বেশ কিছু প্লে-বয় ম্যাগাজিন, যেগুলো বিচ্ছেদের পর তিনি নিতে ভুলে গেছেন।
Photo of Museum of Broken Relationships - Los Angeles, CA, United States
জমাকৃত এসব স্মৃতির সঙ্গে প্রেমিক-প্রেমিকার নানা ধরনের উক্তিও শোভা পাচ্ছে জাদুঘরে। এসব উক্তি থেকে দর্শনার্থীরা ধারণা নিতে পারেন তাদের জীবনের চাল-চলন। তবে উক্তিতে কারো নাম উল্লেখ করা হয়নি। সম্পর্ক বিচ্ছেদের পর কাছে থাকা এ রকম হাজারো স্মৃতি সংরক্ষণ করা হয়েছে এই আজব ব্রেকআপ জাদুঘরে।
Photo of Museum of Broken Relationships - Los Angeles, CA, United States



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়